ঢাকা, রবিবার, ৫ মে, ২০২৪

ব্রাজিলকে কোথায় আঘাত করতে হবে আমরা জানি: আর্জেন্টিনা কোচ

জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এরপর সেপ্টেম্বরেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। কিন্তু ব্রাজিল সরকারের করোনাভাইরাসজনিত বিধিনিষেধের কারণে মাত্র পাঁচ মিনিট পরই বন্ধ হয়ে যায় সেদিনের খেলা।


এবার আর্জেন্টিনার মাঠে মুখোমুখি হচ্ছে দুই দল। বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় বাছাইয়ে নিজেদের ১৪তম ম্যাচে লড়বে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ।


এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে ব্রাজিলের বিশ্বকাপ টিকিট। বুধবারের ম্যাচটি জিতলে আর্জেন্টিনারও প্রায় নিশ্চিত হয়ে যাবে কাতার বিশ্বকাপে অংশগ্রহণ। এই ম্যাচের আগে ব্রাজিলের চ্যালেঞ্জ সম্পর্কে পুরোপুরি সচেতন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।


ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটি (ব্রাজিল ম্যাচ) সত্যিই অনেক কঠিন। বিশ্বকাপ বাছাইপর্বের শীর্ষে আছে ব্রাজিল এবং এরই মধ্যে বিশ্বকাপও নিশ্চিত করে ফেলেছে। বর্তমান সময়ের অন্যতম ভারসাম্যপূর্ণ দল ব্রাজিল। আমরা জানি এই ম্যাচটি কতটা কঠিন হতে পারে।’


স্কালোনি আরও যোগ করেন, ‘আমাদের সতর্ক থাকতে হবে এবং আমরা জানি কোথায় তাদের আঘাত করতে হবে। আমরা সবসময় যেমন খেলি, তেমনই খেলতে হবে। আমি কখনও এটার পক্ষে না যে, একজন খেলোয়াড় ভেনেজুয়েলার বিপক্ষে একভাবে খেলবে আর ব্রাজিলের বিপক্ষে আরেকভাবে।’


এসময় বিশ্বকাপ বাছাইয়ের সব ম্যাচই কঠিন জানিয়ে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি না যে, বিশ্বকাপ বাছাইয়ের অন্যান্য দল ব্রাজিলের মতো শক্তিশালী নয়। সবগুলো ম্যাচই অনেক কঠিন। (ব্রাজিলের বিপক্ষে) আগের ম্যাচটি পুরোটা খেলা সম্ভব হয়নি। আশা করছি এবারের ম্যাচটি উপভোগ্য হবে।’


ads

Our Facebook Page